একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ব্যালট পেপারের মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। একটানা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

২০ মে, সোমবার বেলা ১২ টা থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনি সরঞ্জাম নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়। তারা সেসব মালামাল নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।

রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার মোট ২২৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১১৫ টি, বালিয়াকান্দি উপজেলায় ৬৯ টি ও গোয়ালন্দ উপজেলার ৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য থাকবেন।

রাজবাড়ী সদর উপজেলায় ১৫ জন ম্যাজিস্ট্রেট ১৫ টি পুলিশের টহল টিম, র‍্যাবের ৪টি টহল টিম ও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

বালিয়াকান্দি উপজেলায় ৭ জন ম্যাজিস্ট্রেট ৭ টি পুলিশের টহল টিম, র‍্যাবের ৪টি টহল টিম ও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

গোয়ালন্দ উপজেলায় ৫ জন ম্যাজিস্ট্রেট ৫ টি পুলিশের টহল টিম, র‍্যাবের ৪টি টহল টিম ও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

(একে/এসপি/মে ২০, ২০২৪)