বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় মারুফের নেতৃত্বে মৌরাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্যের ওপর অতর্কিত হামলা হয়েছে। শনিবার (১৮ মে)  রাত সাড়ে এগারোটার দিকে পাংশা মৈশালা এলাকা থেকে ইউপি সদস্য মোঃ মহিনের ওপর মারুফের নেতৃত্বে অতর্কিত হামলা করে কিছু লোক। আহত ইউপি সদস্য মোঃ মহিন বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

আহত ইউপি সদস্য মোঃ মহিন বলেন, আমি শনিবার রাতে আমার অসুস্থ স্ত্রী কে পাংশায় ডাক্তারের কাছে আসছিলাম। আমার আসার সময় মারুফ দুইটি ছেলে কে বাইক নিয়ে আমাকে ফলো করতে পাঠায়। তারা আমাকে ফলো করতে থাকে। আমি পাংশা থেকে বাড়ি যাওয়ার পথে মৈশালা পৌঁছালে মারুফের কাছের লোক শরিফ বলে, সাহস থাকলে এখন মৈশালা পার হয়ে বাড়ি যা তুই। কত বড় নেতা হয়েছিস যে, তুই আমাদের সাথে মিশিস না। তুই অন্যদের সাথে চলিস। কই এখন তোর সেই বাবারা। ডাকে আন তাদের। তাই বলে মারুফের ড্রাইভার টিপু আমার মুখে কিল-ঘুষি মারে। তারপর, শরিফ, শফিক, টিপু সহ ১০/১২ জন পাশের চায়ের দোকান থেকে বাটাম নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। মারুফ নিজেও সেসময় পাশের চায়ের দোকানে বসে ছিল। তারা মারতে মারতে আমার বাম পা ভেঙে ফেলেছে। আমার হাতে পায়ে,পিঠে অগনিত বার আঘাত করে। প্রায় ২০ মিনিট ধরে আমাকে মারতে থাকে, তারপর তারা সবাই চলে যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আক্তার তিথী জানান, গতকাল রাতে মৌরাট ইউনিয়নের সদস্য মহিন নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। কত্যব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ভর্তি রাখেন। তার পায়ে বেশি আঘাত পেয়েছে। এক্স-রে রিপোর্ট আসলে দেখা যাবে পা ভেঙেছে নাকি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, গতরাতে এক ইউপি সদস্য মারধর করার বিষয়ে খবর পেয়েছি। তবে এখনো কেউ মামলা করতে আসেনি। মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

(একে/এসপি/মে ১৯, ২০২৪)