বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হলেন তুষার কান্তি বিশ্বাস। তিনি অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক। শুক্রবার ১৭ মে প্রধান শিক্ষক পদে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে ৬ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ সকল প্রার্থীদের মধ্যে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক তুষার কান্তি বিশ্বাসকে। এবং তিনি নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হন। এ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বোর্ডের দায়িত্বে ছিলেন ডিজির প্রতিনিধি নির্মল কুমার জোয়ারর্দ্দার প্রধান শিক্ষক মাগুরা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সদস্য সচিব অনিমেষ দাস।

সব শেষে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সকলের উপস্থিতিতে শুক্রবার বিকালে ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।

(বিএসআর/এএস/মে ১৮,২০২৪)