আবু নাসের হুসাইন, সালথা : বৃষ্টির পরে ফরিদপুরের সালথায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনালী আঁশ পাট। মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সবুজ স্বপ্ন। এতে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। 

জানা যায়, এবছর উপজেলায় ১২ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রথম দিকে খরতাপে পাট নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বৃষ্টির পর পাট দ্রুত বেড়ে উঠছে। বর্তমানে চলছে পাটের আগাছা পরিস্কারের কাজ। ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলার পাটচাষি দবির মোল্যা, আক্কাছ মোল্যা ও দিদার মোল্যা জানান, এবছর পাটের বীজ বপনের পর থেকে প্রচন্ড রোদ আর তাপে জমিতে পাট শুকিয়ে যাওয়া উপক্রম হয়েছিল। পাটের চারা বাঁচিয়ে রাখতে একাধিকবার জমিতে সেচ দিতে হয়েছে। তাতে বাড়তি খরচ গুনতে হয়েছে চাষিদের। একাধিক সেচ দেওয়ার পরও পাট বাড়েনি। কয়েকদিন আগে দুই দিনের বৃষ্টিতে জমির পাট দ্রুত বাড়ছে। মাঠজুড়ে এখন সবুজ আর সবুজ। বাতাসে দোল খাচ্ছে চাষিদের স্বপ্ন। এরকম আবহাওয়া থাকলে পাট গাছ বড় হবে এবং ফলনও ভালো হবে।

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান ফেরদ্দৌস বলেন, এবার প্রচন্ড খরতাপে পাটের জমিতে সেচ বেশি দিয়েছে চাষিরা। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তবে বৃষ্টির পরে সারা উপজেলাজুড়ে পাটের অবস্থা খুব ভালো। এবার পাট ভালো হবে বলে আশা করছি।

(এএন/এসপি/মে ১৭, ২০২৪)