এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক চিকিৎসা হিসাবে বিনামূল্যে মেডিসিন, গাইনী ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) সকালে পল্লী মঙ্গল কর্মসূচী-পিএমকে অফিসের নিজস্ব কার্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এদিন পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আগত মেডিসিন, গাইনী ও চক্ষু বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, চক্ষু সেবা, মেডিসিন ও গাইনী বিষয়ে অসহায় মানুষদের পরামর্শ প্রদান শেষে বিনামুল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।

এসময় বিনামুল্যে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান আলহাজ্জ্ব মোঃ মোস্তফা মুন্সী।

এসময় আরও উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী'র’ ফরিদপুর জোনের সহকারি পরিচালক মোঃ লুৎফুর রহমান মজুমদার, স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সৌরভ, রাজবাড়ী এরিয়ার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন মোল্লা, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহা, রিজিওনাল একাউন্টস অফিসার মোঃ রাকিব হাসান প্রমুখ।

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোফাইন্যান্স এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, টেকনিক্যাল ট্রেইনিং, নার্সিং কলেজ, টিসু কালচার ও হসপিটাল সেবা প্রদান করে থাকেন।

(এমএইচ/এসপি/মে ১৬, ২০২৪)