আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এবং “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বুধবার সকাল দশটায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর হল রুমে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) মো. লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ মন্নান এর সঞাচালনায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের মিয়া।

বিতর্ক প্রতিযোগিতায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, রংতা মাধ্যমিক বিদ্যালয় ও বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে সংহঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, সদস্য সরোয়ার আলম, লিওনি শিখা সিকদার, তপন বসু, মাহামুদুল হাসান মিঠুসহ সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের সম্মনননা সনদপত্র প্রদানসহ বিচারক মন্ডলীর নির্বাচনে প্রথম স্থান অধিকারী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী ভেগাই হঅরদার পাবলিক একাডেমী এবং তৃতীয় স্থান অধিকারী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

(টিবি/এসপি/মে ১৫, ২০২৪)