রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার সকালে শহরের শেখ জামাল স্টেডিয়ামে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ‌মোহাম্মদ মোর্শেদ আলম।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী সদস্য রিজন মোল্লা। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মোকাবেলা করে ফরিদপুর ক্রিকেট কোচিং ক্লাস সি বনাম ‌ আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক ও খ এই দুই গ্রুপে মোট আটটি দল মুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক গ্রুপের দলগুলো হচ্ছে- আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ, জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাব (সি), খন্দকার শফিউজ্জামান স্মৃতি সংঘ, ইয়াং টাইগার্স ক্লাব ভাঙ্গা।

খ গ্রুপের দল গুলো হচ্ছে-
পূবালী সংস্থা (জুনিয়র), শেখ রাসেল ক্রীড়া চক্র, চর কমলাপুর ক্রীড়া সংস্থা,ও লক্ষ্মীপুর যুব সংঘ। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ২ জুন শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

(আরআর/এএস/মে ১৫, ২০২৪)