নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূইয়াকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে।

সোমবার (১৩মে) দুপুরে নড়াইল পৌরসভার রূপগঞ্জ বাজারে এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে আচরণবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোষ্টার ও ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করা এবং মোটরসাইকেল শোভাযাত্রা করায় আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজিজুর রহমান ভূইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরণবিধির ধারার ব্যাত্তই ঘটায় প্রার্থীদের আগে সতর্ক করা হচ্ছে। প্রার্থীরা নিয়ম না মানলে আইন মোতাবেক জরিমানাসহ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

(আরএম/এএস/মে ১৩, ২০২৪)