রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাশ) সমমান মর্যাদা প্রদান সহ প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৪ দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা।

আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তারা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক মুইজ্জুর রবি।

এ সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম আমিনুল ইসলাম, জেলা শাখার সহ সভাপতি মো. আব্দুর রাকিব ও মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ও সাহিত্য সম্পাদক অজয় কুমার দাস, চাকুরী বিষয়ক সম্পাদক ‌ সুমন মোল্লা, শিক্ষা ও প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ‌ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন খান কার্যকরী সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক এই শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান প্রদানের শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনের শ্রেণী দ্বন্দ্ব নিরসনে ‌ এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ‌সনদ ধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতী সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর ‌প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোঠা ‌৫০ শতাংশ উন্নতি করন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের মত একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ ওদের ক্রেডিট ওয়েভার দিয়ে দুই বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার সুযোগ সহ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের দাবি সমূহ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি তুলে ধরা হয়।

(আরআর/এসপি/মে ১৩, ২০২৪)