নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ মে) বিকেল ৫টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. জাকির হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ জানান, রোববার বিকেলে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা মুন্সীপাড়ার মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্তায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরুও মারা গেছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মেম্বার মো. জাকির হোসেন জানান, ঘটনার পর এলাকার লোকজন মিরাজ মুন্সীকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এএস/মে ১৩, ২০২৪)