শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের অক্সিজেন বোতলে অভিনব কায়দায় মাদকদ্রব্য সরবরাহের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন, সোনারগাঁ থানা পুলিশের এসআই পঙ্কজ কান্তি সরকার।

রবিবার (১২ মে) দুপুর ৩টার দিকে অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। আটককৃত আসামি,কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং এলাকার কামাল উদ্দিন এর ছেলে ইছহাক (২৪)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এ এসপি শেখ বিল্লাল হোসেন'র নেতৃত্বে একটি অভিযানিক দল সোনারগাঁ থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় অভিযান পরিচালনা করে
৬০ হাজার ইয়াবা সহ একজনকে আটক করেন।

এ বিষয়ে সোনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অ্যাম্বুলেন্সে রোগী বা লাশ নয়, এর আড়ালে অভিনব কায়দায় অক্সিজেন বোতলে মাদক পাচার করা হতো।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সোনারগাঁ থানা পুলিশের অভিযান চলমান আছে এবং থাকবে। আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয়েছে।

(এসএএইচবি/এএস/মে ১২, ২০২৪)