নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুর নগরকান্দায় পারিবারিক রান্না ঘরের খুঁটি ও ইট বসানো নিয়ে ঝগড়া করে দেবর ও শাশুড়ি মিলে ধারালো অস্ত্র দিয়ে  জখম করেছে ভাবীকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামে।

এ ঘটনায় আহত ছারোয়ার সরকারের সহধর্মিণী মোছাঃ শ্যামলী বেগম (৪১) বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মুমূর্ষ অবস্থায় ভাবী শ্যামলী বেগম কে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

অভিযোগের সূত্রে শ্যামলী বেগম বলেন, বাড়ির জায়গা নিয়ে সৎ দেবর পুলিশ কনস্টেবল হাসান সরকার (৩৫) ও শামীম সরকার (২৮) সহ মোট ৬ জনকে আসামী করে ৯ মে বৃহস্পতিবার নগরকান্দা থানায় একটি অভিযোগ করি।থানায় অভিযোগ করায় ১০ মে শুক্রবার বেলা ১ টায় আমার দেবর পুলিশ কনস্টবল শামীম সরকার ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় এবং তার পরিবারের মা,বোন,স্ত্রী, মারপিট করে। ঐদিন মারপিট করে শামীম সরকার বাড়ি থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত দেবর পুলিশ কনস্টেবল শামীমকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে এ ঘটনায় তার ভাই কে একাধিকবার ফোন দেয়ার পর হাসান বলেন ঘটনা সব মিথ্যা। আমরা ও থানায় অভিযোগ করেছি।এছাড়া তিনি বলেন আমার ভাই ঢাকায় চাকরি করে।

নগরকান্দা থানার এস আই আক্কাচ বলেন পূর্বে একটি অভিযোগ রয়েছে।তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিবি/এএস/মে ১১, ২০২৪)