ফুলপুরে হিট স্ট্রোকে হস্তশিল্পীর মৃত্যু
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে হিট স্ট্রোকে রমজান আলী (৬২) নামে এক শিল-পাটা (হস্তশিল্পী) কারিগরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলার ইমাদপুর গ্রামে শিল-পাটা ধারের কাজ করতে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা কারিগর রমজান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রমজান আলী পার্শবর্তী তারাকান্দা উপজেলার বগীর পাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এসআই/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)