সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে তীব্র তাপদাহ থেকে বাঁচতে মোরেলগঞ্জ উপজেলা সদরে খোলা আকাশের নিচে মাঠে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা।

মোরেলগঞ্জ পৌরসভার তালুকদার মনিরুল হক তালুকদারের ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকার ৫ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। ইসতিসকার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী।

আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। বৃষ্টি দেখা না হওয়ায় নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। এই অবস্থায় প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই বাগেরহাটে তাপমাত্র ৪১ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করেছে। এজন্য বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা।

(এসএসএ/এএস/এপ্রিল ২৩, ২০২৪)