ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের
স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের।
রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আনু মুহাম্মদের স্ত্রী শিল্পী বড়ুয়া বলেন, কয়লাখনি শ্রমিকদের মৃত্যুতে গতকাল দিনাজপুর শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে গিয়েছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। দিনাজপুর থেকে ট্রেনে ফিরছিলেন ঢাকায়। খিলগাঁওয়ে ধীর গতিতে যাচ্ছিল ট্রেনটি। এসময় ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি। পা পিছলে ট্রেনের চাকার নিচে তার পা চলে যায়। এতে বাঁ-পায়ের সবকটি আঙুল কেটে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। তিনি ২০২৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০২৪)