ঈশ্বরদীতে সর্বজনীন পেনশন স্কিমের বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সর্বজনীন পেনশন স্কিমের উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম খান। বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবীর সভা পরিচালনা করেন।
ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা, পাকশীর চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী এসময় উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/এপ্রিল ০৩, ২০২৪)