রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ৩৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। যার আনুমানিক মুল্য প্রায় ১০ লক্ষ আশি হাজার টাকারও বেশি।

এ ব্যাপারে র‌্যাব জানায়, সোমবার আনুমানিক রাত ৯টা ১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো আনুমানিক প্রায় ১০ লক্ষ ৮০ হাজার টাকার বেশি মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ মো. রেজাউল মাতব্বর (৪১) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা।

গ্রেফতারকৃত মো. রেজাউল মাতব্বর ফরিদপুরের ভাঙ্গা থানার গজারিয়া গ্রামের মো. তোতা মাতব্বরের ছেলে বলে জানা যায়। এসময় রেজাউল নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল মাতব্বর ওই অঞ্চলের একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত মো. রেজাউল মাতব্বরের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে স্থানীয় ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/মার্চ ০৫, ২০২৪)