রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

নির্বাচনে সর্বমোট ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক সহ মোট ৪টি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা।

এর আগে, আজ সোমবার ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৪-২০২৫) সম্পন্ন হয়। ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই নির্বাচনে সর্বমোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৩৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এড. আব্দুল কাদের মিয়া এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের এড. মো. জাহিদ ব্যাপারী সহ মোট ১১ টি পদে জয়লাভ করেন।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সহ সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ লুৎফর কবিরসহ মোট ৪ টি পদে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রাত ১২ টায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. দীনেশ চন্দ্র দাস।

(আরআর/এএস/মার্চ ০৫, ২০২৪)