মধুপুরে রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরের একটি রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের মুখ ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। পুলিশের ধারণা, ‘হত্যাকাণ্ডের’ শিকার যুবকের মরদেহ যাতে কেউ শনাক্ত করতে না পারে সেজন্য পুড়িয়ে ফেলা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুরে মধুপুর উপজেলার পীরগাছা এলাকার একটি রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর। শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা রাবার বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মধুপুর থানা ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এখন পর্যন্ত মরদেহের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
(এসএম/এসপি/মার্চ ০৩, ২০২৪)