কাপাসিয়ায় মিল্কিং মেশিন বিতরণ
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ শনিবার সকালে অফিস চত্বরে ১০ জন প্রডিউসার গ্রুপ (পিজি) দুগ্ধ খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে মিল্কিং মেশিন বিতরণ করেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আমানত হোসেন খান, আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. মাজাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ন সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপজেলা পশু পালন কর্মকতা কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, ডা: মামুন উর রশিদ, কাপাসিয়া অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, ওসি অপারেশন সঞ্জয় কুমার প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও ফুলবাড়িয়া এলাকায় দুটি নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন। ওই সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এসকেডি/এসপি/মার্চ ০২, ২০২৪)