‘আমাকে মন্ত্রী বানিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষকে সম্মানিত করেছেন’
একে আজাদ, রাজবাড়ী : আমাকে মন্ত্রী বানিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষকে সম্মানিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এলাকার মানুষ গর্বিত হয়েছেন, এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, বর্তমানে রেলের সুবিধা বৃদ্ধি পেয়েছে, মানুষ অল্প খরচে দূরের পথে যাতায়াত করতে পারছে, আমাদের এলাকার মানুষদের এ মর্যাদা ধরে রাখতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শুক্রবার পাংশা আদি মহাশ্মশান প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
পাংশা আদি মহাশশ্বান কমিটির সভাপতি শ্রী সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী দীপক কুমার কুন্ডু’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ি জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ,পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু।
এ সময় রেলমন্ত্রীর একান্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, পাংশা উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদ্পাপন পরিষদের সভাপতি ভোজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা কার্তিক, পাংশা উপজেলা হিন্দু বৈধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডুসহ আদি মহাশশ্বান কমিটি ও পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাংশা আদি মহাশশ্বান কমিটির উদ্যোগে ৮৫ তম ৭২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে, বিশ্বের সকল জীবের মঙ্গল ও শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান স্থলে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পাংশা আদি মহা শ্মশান কমিটি।
(একে/এএস/মার্চ ০২, ২০২৪)