সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগ, বিএনপি, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সরকারী বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল চিকিৎসা ও অষুধ বিতরণ করেছে বাগেরহাট গ্রীন ল্যাব ডায়াগনষ্টিক কনসালটেশন সেন্টার। শহরের মেইন রোড়ে বিএমএ ভবনে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রীন ল্যাবে কয়েক শত রোগীকে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা ও অষুধ বিতরণ করা হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)