২০৪১ সালে দেশ হবে স্মার্ট ও স্বয়ংসম্পূর্ণ
ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : ''২০৪১সালে বাংলাদেশ হবে উন্নত,সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ''গাজীপুরের কালিয়াকৈরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার সকালে একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ ও সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেয়া বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,বাংলাদেশ আনসার বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।বাংলাদেশ আনসার সর্বদা দেশ ও সমাজ গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছে।মহান মুক্তিযুদ্ধে ও আনসারদের রয়েছে রক্ত ঝরা গৌরব উজ্জ্বল ইতিহাস।
এ সময় প্যারেড মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।এরপর একটি সুসজ্জিত খোলা জীপে চড়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ প্রধানমন্ত্রীকে বহনকারী খোলা জীপটি ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন। এছাড়াও ভিআইপি গ্যালারিতে বসে সার্বিক অনুষ্ঠান উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক এমপি ইকবাল হাসান সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র যায়েদা খাতুনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আনসার বাহিনী কর্তৃক প্রদর্শিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।এবং আনসারদের তৈরি তৈজস ও পোশাক সামগ্রীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এর আগে প্রধানমন্ত্রী কেক কেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশ উদযাপন করেন।
(একে/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৪)