টাঙ্গাইলে মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্রের আহ্বায়ক সাজ্জাদ খোশনবিশ সদস্য সচিব মাসুদ
স্টাফ রিপোর্টার : দৈনিক বাংলা ৭১ 'মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র' টাঙ্গাইল জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
জন্মলগ্ন থেকেই দেশের বহুল প্রচলিত জাতীয় পত্রিকা 'দৈনিক বাংলা ৭১' মহান মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধ কালীন সময়ের তাৎপর্যপূর্ণ ঘটনাবলী গুরুত্ব সহকারে প্রকাশ করে আসছে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের আরো শাণিত করতে পারেন। তারা যেন বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা অর্জনের ত্যাগ আর উদ্দেশ্য হাসিল করে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে পারেন প্রিয় মাতৃভূমিকে।
এছাড়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদের সম্মান প্রদর্শন ও তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকতে পারেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে 'মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র' গঠন করতে কাজ করছেন 'দৈনিক বাংলা ৭১' পরিবার।
প্রিয় সম্পাদক প্রবীর সিকদার সম্পাদিত জাতীয় 'দৈনিক বাংলা ৭১' দেশের ৬৪ জেলায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্রে বিভৎস সেই দিনগুলিকে স্মরণ করতে চায়। তরুণদের মানস পটে এঁকে দিতে চায় মহান স্বাধীনতা আর আমাদের মুক্তির চিত্র ।
এরই ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলায় হাজী মুহা.সাজ্জাদুর রহমান খোশনবিশ কে আহ্বায়ক ও মোহাম্মদ সিরাজ আল মাসুদকে (পদাধিকার বলে) সদস্য সচিব মনোনীত করে ১১ সদস্য কমিটি অনুমোদন করেছে 'দৈনিক বাংলা ৭১ '।
জেলা ইউনিটের অন্যান্য সম্মানিত সদস্যগণ হলেন, সোহেল সোহরাওয়ার্দী, ফেরদৌস আরা ডায়না, কাজী নুছরাত ইয়াসমিন, এডভোকেট কাজী শায়লা ইয়াসমিন ,শাহ জনি,ডা. আমিনুর রহমান মিল্টন, আসাদুজ্জামান সোয়েব,খন্দকার সজিব রহমান ও এম. সাজেদুল করিম (রুমেল)।
এ বিষয়ে সদস্য সচিব মোহাম্মদ সিরাজ আল মাসুদ বলেন, দৈনিক বাংলা ৭১ জন্মলগ্ন থেকে নিরপেক্ষ নয়। দৈনিক বাংলা ৭১ স্বাধীনতার পক্ষে। পত্রিকার পাতা খুললেই মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর প্রতিচ্ছবি আপনার চোখ ভেসে উঠবে। আপনি মনের অগচরে হারিয়ে যাবেন 'সেই বিভীষিকাময় দিনগুলোতে' । পত্রিকার রন্ধ্রে রন্ধ্রে মুক্তির স্বাদও পাবেন । তরুণদের মুক্তির স্বাদে মাতাল করতে দৈনিক বাংলা ৭১ জেলায় জেলায় গঠন করছে 'মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র '। যেখানে মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস নিয়ে আমরা হাজির হবো তরুণদের দৌড়গড়ায়। তাদের উজ্জীবিত করবো দেশমাতৃকার সেবায়। ফিরিয়ে আনবো ভুল পথ থেকে।
তিনি আরো বলেন, আমি অত্যন্ত ভাগ্যবান। মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেও মুক্তিযুদ্ধের স্বাদ পাচ্ছি। আমাকে টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় পত্রিকার সম্পাদক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই দৈনিক বাংলা ৭১ পরিবারকে।
জেলা ইউনিটের আহ্বায়ক হাজী মুহা.সাজ্জাদুর রহমান খোশনবিশ বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। দৈনিক বাংলা ৭১ 'মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র' গঠন করছে এটা ভেবে আমি আনন্দিত। এরকম ব্যতিক্রমধর্মী চিন্তাধারার সাথে সম্পৃক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কৃতজ্ঞতা জানাই এমন মহতি সংগঠনের আয়োজকদের। জাতীয় দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্মানিত সম্পাদক মহোদয় ও স্টাফ রিপোর্টার টাঙ্গাইল কে অন্তরের গভীর থেকে ভালবাসা জানাই। আশা করি 'মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র' নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধ কে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।
(এসএএম/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৪)