তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের বিচার ও দৃষ্টান্তম‚ লক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) মুকসুদপুর সরকারি কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জোন ইনচার্জ ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহবায়ক মোসায়েদ হোসেন ঢালী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর জেলার আহবায়ক সজল বাড়ৈ প্রমুখ।

সরকারি মুকসুদপুর কলেজেরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বক্তা ও নেতৃবৃন্দ বলেন, দেশের বেশিরভাগ শ্রমজীবী পরিবারগুলো তাদের সন্তানদের মাদ্রাসায় পড়তে পাঠান একরকম বাধ্য হয়েই। কারণ বাবা মা দুজনই কাজে বের হলে সন্তানকে দেখার কেউ থাকে না। তাই সারাদিন মাদ্রাসায় থাকলে একদিকে পড়াশোনাও হয় আবার ধর্মীয় চিন্তা থেকে নিরাপদ মনে করেন।

কিন্তু মাদ্রাসাগুলোতে অনেক সময়ই ছোট ছোট ছেলে এবং মেয়েরা শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হয়। দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অর্থনৈতিক অস্বচ্ছলতাকে পুঁজি করে দিনের পর দিন কিছু লোক তাদের এই বিকৃত রুচির চর্চা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায় কোন ঘটনারই বিচার বা শাস্তি পরিলক্ষিত হয় না।তাই আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরের বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক আবাসিক ছাত্রী বুধবার(৭ ফেব্রুয়ারী)রাত ৮টার দিকে ধর্ষণের শিকার হয়। ওই মাদ্রাসার বড় হুজুর ইসমাইল হোসাইনের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ বড় হুজুর সহ ৫ শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৪)