হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার : শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজায় পৌঁছান তিনি।
এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পৌঁছান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বলে নিশ্চিত করেছিলেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৪)