রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। প্রধানমন্ত্রী যে তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন ফরিদপুর তার উৎকৃষ্ট প্রমাণ।’

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে হা-মীম ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রায় সকল সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে, নিজ পরিবারের সদস্যদের হারানো তীব্র কষ্ট ও যন্ত্রণা ভুলে একমাত্র বেঁচে থাকা ছোটবোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর কাছে এদেশের মানুষগুলোই এখন একমাত্র আপনজন।'

তিনি জানান, 'এ কে আজাদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমি আরও আগ্রহ নিয়ে ফরিদপুরে এসেছি। আমি আশা করবো আজাদ তাঁর নির্বাচনী এলাকার জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন।'

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ও পল্লীকবি জসীম উদ্দিনের জামাতা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বিপুল ঘোষকে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ ও মঞ্চে থাকা তাঁর ছোটভাই শারমিন গ্রুপের কর্ণধার মো. ইসমাইল হোসেনকে দেশের সফল শিল্প উদ্যোক্তা হিসেবে উল্লেখ করে তাঁদেরকে ফরিদপুরের গণমানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেধু, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম লেভি, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সাবেক জেলা আওয়ামী লীগনেতা এডভোকেট বদিউজ্জামাল বাবুল, ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক মিসেস লুনা টি রহমান, পল্লীকবি'র ছোট কন্যা মিসেস আসমা জসীম তৌফিক, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

হা-মীম ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে অনুষ্ঠানটির প্রধান অতিথি- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম হা-মীম ট্রেনিং সেন্টারটি ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণ ও অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেন।

(আরআই/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৪)