কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে খেলার ছলে পানিভর্তি বালতিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির নাম মেহজাবিন (২)। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী মিঠাইন গ্রামের মিরাজ মোল্যার একমাত্র কন্যা। মঙ্গলবার সকালে এই করুণ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির পিতা অটো মিরাজ মোল্যা মোল্লা। তার স্ত্রী আশা বেগম উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিলে চাকরি করেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে শিশুটির মা দাদী শ্বাশুড়ি সুফিয়া বেগমের নিকট রেখে কাজে যায়। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে নাস্তা করিয়ে পাশের বাড়িতে যায় সুফিয়া বেগম। এ সময় খেলার ছলে সবার অগোচরে টিউবওয়েল পাড়ে পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি। সুফিয়া বেগম বাড়িতে ফিরে এসে পানিভর্তি বালতির মধ্যে শিশু মেহজাবিনের মাথা নিচে ও পা উপরে অবস্থায় দেখতে পেয়ে শোরচিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের নিকট মৃতদেহ হস্তান্তর করে।

বোয়ালমারী থানা উপপুলিশ পরিদর্শক মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বাড়িতে কেউ না থাকায় শিশুটি পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(কেএফ/এসপি/জানুয়ারি ০৯, ২০২৪)