গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলা সদর মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। 

কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পায়ে হেঁটে, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন। অনেকে ইজিবাইক, ভ্যান, নসিমনে করে জনসভাস্থলে আসেন। সকাল থেকেই কোটালীপাড়া উপজেলা সদর নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল।

সর্বত্রই ধ্বনিত হতে থাকে নৌকা নৌকা স্লোগান। ঢাক ঢোল পিটিয়ে ও বাজনা বাজিয়ে জনসভা স্থলে আগতরা উৎসবে মেতে ওঠেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য কোটালীপাড়ার পথে পথে বিভিন্ন বয়সের উৎসুক জনতাকে অপেক্ষা করতে দেখা গেছে।

আজ শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের কালকিনির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভগেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, সকাল সাড়ে দশটার মধ্যেই জনসভায় স্থলটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে তিল ধরনের ঠাঁই নেই। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভার আয়োজন করা হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)