কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : "উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" এ শ্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিবসটি উদযাপন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মসূচির অংশ হিসাবে ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণিল বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মসূচির অংশ হিসাবে মানব বন্ধন ও জন সচেতনা সৃষ্টির লক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির বোয়ালমারী উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। কমিটির সাধারণ সম্পাদক নাসরিন সাজ্জাদের সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাফিল মোল্যা, বেসরকারি সংস্থা এসডিসির সিনিয়র সহকারী পরিচালক খোন্দকার নজরুল ইসলাম, অমিয় কুমার বাউল প্রমুখ।

(কেএফ/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)