কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় একজন খুন
ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে খলিলুর রহমান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।নিহত খলিলুর রহমান উপজেলার আজুলিপাড়া গ্রামের মৃত আ:হকের ছেলে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান জানান, গত এক মাস পূর্বেকার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে খলিলুর রহমান আজুলি পাড়ার নিজ বাড়িতে যাবার সময় আগে থেকে উৎ পেতে থাকা লিয়াকত খলিলুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে খলিলুর রহমানের দেহ হতে পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহত খলিলুর রহমানকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান,খলিলুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবার বাদী হয়ে লিয়াকত হোসেন(৩৫)কে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লিয়াকত ঐ এলাকার মো:সামসুল হকের ছেলে।ঘটনার পর থেকে লিয়াকত গা ঢাকা দিয়েছে।
(আইএস/এএস/ডিসেম্বর ০৯, ২০২৩)