রাজবাড়ীর খানখানাপুর রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর খানখানাপুর রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন থামানোর (স্টপেজ) দাবিতে স্থানীয় এলাকাবাসীরা মানববন্ধন করেছে।
এসময় মানববন্ধনকারীরা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে দেয়। ১০-১৫ মিনিট আটকিয়ে রাখার পর আগামী ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে আগামী ট্রেনটিকে ছেড়ে দেন মানববন্ধনকারীরা। এর পর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে।
স্থানীয়রা জানান, খানখানাপুর সহ আশপাশ এলাকার যাত্রীদের ঢাকা যাওয়ার সুবিধার্থে খানখানাপুর রেল স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন বিরতি দেওযার দাবি জানিয়ে আসছে। এই দাবিতে আজ মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানা পুর সমিতি যুগ্ম আহবায়ক শিক্ষক আলমগীর হোসেন, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান ফারুক সহ ৫ শতাধিক এলাকাবাসী।
বক্তারা এসময় রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন। এর পরেও যদি মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর রেলস্টেশনে স্টোপিজ না দেয় তাহলে আবার তারা আগামী ২২ ডিসেম্বর থেকে মানববন্ধন সহ আরো কঠোর কর্মসূচি দেবেন বলে জানান।
(একে/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৩)