সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যেমনি একজন সাংবাদিকের দক্ষতা প্রমাণিত হয়, তেমনি দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার রাতে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে আওয়ামী প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক বান্ধব, এই সরকারের আমলেই সাংবাদিকরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করছেন। সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। করোনাকালীন কোটি কোটি টাকা প্রনোদনা দেওয়া হয়েছে। প্রতিবছর অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সাংবাদিকতার মানোন্নয়নে পিআইবর মাধ্যমে আবাসিক-অনাবাসিক সব ধরণের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংবাদকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সহসভাপতি মইনুল ইসলাম টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন।

(এস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)