ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বাজারের মিষ্টির দোকানদার ‘পাল সুইটস্’ এর ফেলে যাওয়া বর্জ্যে পরিবেশ দুষণ হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দিাবাগত রাতের আঁধারে পৌর শহরের কর্মকারপাড়া এলাকায় রাস্তার পাশের একটি পরিত্যক্ত বাড়ির আঙিনায় মিষ্টি তৈরীর কারখানার দুষিত বর্জ্য ফেলে যাওয়ার ঘটনা ঘটে। দুষিত বর্জ্যরে দূর্গন্ধে এলাকার পরিবেশ দুষণযুক্ত হওয়ার সাথে সাথে আশেপাশের লোকজনের বাড়িতে টেকাই দায় হয়ে পড়েছে।

আজ বুধবার সকালে কলা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, ‘পাল সুইটস্’ এর কারখানার পঁচা গাদ রাতের আঁধারে কলা বাজারের পাশেই ফেলে যাওয়া হয়েছে। দূর্গন্ধে বসে থাকা যাচ্ছে না। রাস্তা দিয়ে লোকজন নাকে কাপড় দিয়ে চলাচল করছে। দুষিত গন্ধে বমি হওয়ার উপক্রম।

নিউকলোনী এলাকার জনৈক পথচারী বলেন, এভাবে বর্জ্য ফেলে পরিবেশ দুষণ করা আইনের পরিপন্থি। বর্জ্য অপসারণের জন্য পৌরসভার ময়লা টানার গাড়ি রয়েছে। এসব দুষিত বর্জ্য গাড়িতে ফেললে পরিবেশ দুষণ হতো না।

এলাকাবাসীরা জানান, কর্মকারপাড়া এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ইতোপূর্বে ময়লা/আবর্জনা যেখানে-সেখানে না ফেলার জন্য এলাকাবসীরা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহন করেন। এসময় বাসা/বাড়ির ময়লা অপসারণের জন্য একটি গাড়িরও ব্যবস্থা করা হয়। কিন্তু তা সত্তে¡ও পাল সুইটস্ এর বাড়িতে অবস্থিত মিষ্টি তৈরীর কারখানার দুর্গন্ধযুক্ত বর্জ্য এলাকার মধ্যে রাস্তার পাশে ফেলে প্রতিনিয়ত পরিবেশ দুষণ করছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)