প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বিনিয়োগমন্ত্রীর সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়কমন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল ফালি। বুধবার (৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সৌদি মন্ত্রীর বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দেশটির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রী মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/ডিসেম্বর ০৬, ২০২৩)