দিলীপ চন্দ, ফরিদপুর : আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর হাইওয়ে পুলিশের আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদারীপুর রিজিয়ন ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার পদে কর্মরত) মোহাম্মদ শাহিনুর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান ভূঞা বিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) মোছা: ফরিদা ইয়াসমিন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হুসাইন (প্রশাসন ও অপরাধ), বিআরটিএ ফরিদপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: এমরান খান, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, জেলা বাস মালিক গ্রুপ এর সাবেক সাধারণ সম্পাদক মো: ফারুকুল আলম ভুঁইয়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বাস মালিক গ্রুপের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ স্বরুপ রায় (অপু), মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদ।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর হাইওয়ে পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) এস এম শহিদুর রহমান।

"সড়ক ব্যবহারকারীগণের অসচেতনতা নয় বরং আইনের কঠোর প্রয়োগের অভাবই সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরনের প্রধান অন্তরায়" বিষয়ে এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বনাম সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীবৃন্দ।

১ম বক্তা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সিফাত এনাম বনাম সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী সাঞ্জিদা ইসলাম রিন্তি। ২য় বক্তা সুরাইয়া ইয়াসমিন বনাম প্রিয়ন্সি রায় পিউ। ৩য় বক্তা ও দলনেতা বাধন পাল সৈকত বনাম মো: মফিজুর রহমান নীরব।

সমন্বয়ক সহকারী অধ্যাপক পার্থ মন্ডল বনাম হিসাব বিজ্ঞানের অধ্যাপক প্রতিতী শহীদ।
যানবাহনের অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ" বিষয়ে এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ বনাম ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

১ম বক্তা লিতুঞ্জিরা মিম বনাম শাহরিয়ার আরিফ রাহি। ২য় বক্তা সাবরিনা সুলতানা হ্যাপী বনাম মাহফুজা আঞ্জম তনিমা। ৩য় বক্তা ও দলনেতা মুশফিক বিল্লাহ বনাম নাজমুল হুদা।

সমন্বয়ক সহকারী অধ্যাপক ড. আখিরুজ্জামান বনাম সহকারী অধ্যাপক ড. সুমিতিন্দ্র সরকার।
এদের মাঝে হাইওয়ে সড়ক ও নিরাপত্তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক প্রবির কান্তি বালা

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)