জুতার ভেতর ইয়াবা পরিবহনের সময় যুবক গ্রেফতার
একে আজাদ, রাজবাড়ী : জুতার ভেতর করে ইয়াবা পরিবহনের সময় মো: শাহ আলম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। তিনি বান্দরবন জেলার নাইক্ষ্যাংছড়ি উপজেলার ৭ নং ওয়ার্ডের আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।
প্রেস রিলিজের মাধ্যমে তিনি জানান, গত রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৩০০ টাকা।
(একে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)