রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “১৯৯৬  সালে ঘাতকদের গুলিতে প্রাণ হারান দৈনিক পত্রদূত সম্পাদক স.ম আলাউদ্দিন। পুলিশ, ভূমিদস্যু ও সন্ত্রাসীরা মিলে ২০০৯ সালের ৪ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির বাইরে নিয়ে  আমার স্বামী সাইফুল্লাহ লস্করকে হাত, পা ভেঙে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করে। দীর্ঘ ২৬ বছরে আলাউদ্দিন হত্যার বিচার হয়নি।  হত্যা মামলায় সিআইডি আদালতে চুড়ান্ত প্রতিবেদন  দাখিল করেছে। তাহলে ১৪ বছরে আমার স্বামীর বিচার হবে এমনটি আশা করি কিভাবে ? এ দেশের মাটিতে আমার স্বামী হত্যার বিচারের জন্য আন্দোলন সংগ্রাম তীব্রতর হবে এটা ভাবতে কষ্ট হয়। এরপরও বেঁচে আছি এটা সৌভাগ্য।”

গতকাল রবিবার সকালে ঢাকায় অবস্থানকরাকালিন মোবাইল ফোনে এক সাক্ষাৎকারে প্রয়াত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে উচ্চ রক্তচাপ ও হাড়ের ক্ষয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত স্ত্রী সুরাইয়া আক্তার (৬৯) সাংবাদিকদের কাছে এভাবেই তার আর্তি জানান।

এদিকে সাইফুল্লাহ লস্করের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতিসহ বিভিন্ন সংগঠণ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)