মাগুরায় দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের হাতে আটক
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার শালিখা উপজেলায় একটি যৌতুক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত জসীমউদ্দীন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এ কারাদণ্ড ও জরিমানার ভয়ে জসীমউদ্দীন হিজড়া সেজে শেষ পর্যন্ত রক্ষা পায়নি।
শালিখা থানার এস আই মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা সদরের জগদল বাজার থেকে তাকে আটক করে। গত শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জসীমউদ্দীন উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মৃত আলম হোসেনের পুত্র। সে ২০১৬ সনে তার স্ত্রীর করা যৌতুক মামলায় জুন মাসে তার বিরুদ্ধে গ্রেফপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এ বিষয়ে শালিখা থানার পরিদর্শক মোঃ মোশারফ হোসেন জানান,গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। সাজাপ্রাপ্ত এই আসামী মাগুরা জেলার বিভিন্ন স্থানে হিজড়া সেজে ছদ্মবেশে চলাফেরা ছিল তার।
(বিএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)