রাজবাড়ীতে ট্রেনে কেটে ছেলের পর মায়ের মৃত্যু
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মনসা বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।কিছু দিন আগে একইভাবে তার ছোট ছেলেও মারা যায়।
শনিবার (২ ডিসেম্বর ) দুপুর ১ টার দিকে ওই স্টেশনের কিছু দূরে বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার বলেন, এক বছর পুর্বে মনসা বিশ্বাসের ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এরপর থেকেই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার দুপুরে ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। ওই পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ নিয়ে গেছেন।
(একে/এএস/ডিসেম্বর ০৩, ২০২৩)