গৌরনদীতে পৃথক অভিযানে ৭ আসামী গ্রেফতার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ পলাতক আসামী গ্রেফতার।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত ) মো. মাজহারুল ইসলাম জানান- থানা পুলিশের অফিসারগন সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী টিকাসার গ্রামের আলমগীর হোসেনের ছেলে আব্দুর রবকে গ্রেফতার করেছে।
ওই রাতে পৃথক অভিযান চালিয়ে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল মামলা নং-৪৪৩/২২ এর পলাতক আসামী কমলাপুর গ্রামের হাবিব বেপারীর ছেলে বাদল বেপারী, সিআর মামলায় বাকাই গ্রাম থেকে মৃত্যুঞ্জয় বালার ছেলে লিটন বালা, পিরোজপুরের সিআর ২৫৭/১০ মামলার আসামী বাদুরতলা ভূরঘাটা গ্রামের লালচান হাওলাদারের ছেলে সুজন হাওলাদার, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল মামলা ৫৫৮/০৮ এর আসামী কমলাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল এবং পিরোজপুর এনআই এ্যাক্ট মামলা ৮৪১/২৩ এর আসামী পশ্চিম বেজহার গ্রামের জালাল সরদারের স্ত্রী শাহীনুর বেগমম ও বিএসটিআই এর মামলায় উত্তর পালরদী গ্রামের হাবিবুল্লহ মিয়ার ছেলে আতিকুর রহমানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃতদের শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)