বরগুনায় ২০ লিটার চোলাই মদ সহ আটক ২
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার তালতলী উপজেলায় ২০ লিটার চোলাই মদ সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে তালতলী থানা পুলিশ। আজ শনিবার সকাল সোয়া সাতটায় তালতলীর নমিশেপাড়া থেকে মাদক কারবারিদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম জয়। সে নমিশে পাড়ার অং লাউয়ের ছেলে। অপরজন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের নমিশে পাড়ায় তালতলী থানা পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালায়। থানার উপ পরিদর্শক মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে এএসআই হুমায়ূন কবির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নমিশেপাড়া থেকে বিশ লিটার চোলাই মদ সহ জয় ও মামুন নামক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
তিনি আরো বলেন তালতলীতে মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। চোলাই মদ সহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(এসএস/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)