রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের শুকদেব শীলের বাড়ির সামনে খোলপেটুয়া নদীর ৫ নং পোল্ডারের অর্ন্তভুক্ত ভামিয়া কারিতাসের ৫ ব্যাণ্ড গেটের বেড়িবাঁধ বুধবার বিকেলে আট ফুট ধ্বসে গেছে। ধ্বসে যাওয়া  ১২ ফুট লম্বা এ বেড়ি বাঁধ দ্রুত সংস্কার করা না হলে স্লুইজ গেটের দু’পাশের মাটি সরে যেয়ে যে কোন সময় লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে।

জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী জানান, বুধবার বিকেলে খোলপেটুয়া নদীর শুকদেব শীলের বাড়ির সামনে ভামিয়া কারিতাসের ৫ ব্যা- গেটের বেড়িবাঁধের ১২ ফুট লম্বা জায়গা জুড়ে প্রায় আট ফুট ধ্বসে যায়। বিষয়টি দেখতে পাওয়ার পর সাথে সাথে পানি উন্নয়ন বোর্ড-১ এর সাতক্ষীরার শ্যামনগর শাখার সেকশান অফিসার ফরিদুল ইসলামকে জানানো হয়। দু’দিন পেরিয়ে গেলেও এখনও পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাকে সেখানে আসতে দেখা যায়নি। ফলে ওই স্লুইজ গেটের দু’পাশের ধ্বসে যাওয়া মাটি সরে যেয়ে খোলপেটুয়া নদীর জোয়ারের পানি লোকালয়ে ঢুকে ভামিয়া, পোড়াকাটলা, নীলডুমুর, দুর্গাবাটি ও দাতিনাখালিসহ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। ফলে জনজীবন বিপন্ন হওয়ার পাশাপাশি মাছের ঘের ভেসে যেয়ে ব্যাপক ক্ষতি হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর শ্যামনগরের সেকশান অফিসার ফরিদুল ইসলাম বলেন, তিনি রবিবার নতুন কর্মস্থলে যোগদান করার পর ঘটনাস্থলে যেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)