বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েবেলা কর্ণার ও "ভেন্ডিং মেশিন" চালিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

আজ শুক্রবার সকালে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েবেলা কর্ণার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। ওই দিন দুপুরে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিতা কেঁটে মেয়েবেলা কর্ণার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ রোকুনুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নাবিলা ইয়াসমিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ, বিদ্যালয়ের এস এমসির সভাপতি মোঃ জাফর মৃধা, প্রধান শিক্ষক মোঃ কবিরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম,উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, মোহাম্মদ আসলাম সারোয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ওয়াহিদুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)