তদন্ত করতে গিয়ে চুরির মাল সহ চোর গ্রেপ্তার
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত মঙ্গলবার ময়মনসিংহ এক দুর্ধষ চুরির তদন্ত করতে গিয়ে ধরা পড়েছে চোর সহ চুরির মালামাল।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দর দিকনির্দেশনায় সিনিযর এস আই মনিরুজ্জামান তদন্তে নামে। তিনি নিজের বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করে ময়মনসিংহ হতে আসামি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেন, একপর্যায়ে আাসমীর স্বীকারোক্তি মোতাবেক ঢাকার দক্ষিনখান থানার৷ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ০৭( সাত) আনি স্বর্নের অলংকার ও চুরির কাজে ব্যাবহৃত মালালাল উদ্ধার করেন। পরে আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
(এনআরকে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)