ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সহকারি নির্বাচনে হাবিবুল-নুরুল প্যানেল জয়ী
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সহকারি নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিব ও নুরুল হক প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নিবাচিত হয়েছে।
গত সোমবার সিনিয়র আইনজীবী ও এনপিএস মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুব উল আলমের সহকারি হাবিবুল ইসলাম হাবিব সভাপতি এবং সহকারি নুরুল হক একই প্যানেল নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও মুছা মিয়া ও সফিউল আলম সোহেল সহ সভাপতি, সহকারি মনিরুল হক খোকন ও সহকারি আব্বাস উদ্দীন সাধারণ সম্পাদক, সহকারি রাশেদুল ইসলাম রাশেদ সাংগঠনিক সম্পাদক, সহকারি আতিকুল ইসলাম কোষাধ্যক্ষ, সহকারি আনোয়ার হোসেন প্রচার সম্পাদক, সহকারি সোহাগ মিয়া দপ্তর সম্পাদক, সহকারি শামীম ক্রীড়া সম্পাদক, সহকারি জাহাঙ্গীর আলম অডিটর, এছাড়াও সহকারি শিহাব আহমেদ শুভ সহকারি জাকির হোসেন, সহকারি রুবেল মিয়া, সহকারি জহিরুল ইসলাম জাকির, সহকারি এরশাদ আলি সদস্য নির্বাচিত হন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্বাচনের ফল ঘোষনা করা হয়।
(এনআরকে/এসপি/নভেম্বর ২৮, ২০২৩)