টাঙ্গাইল-৬ আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হলেন টিটু
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে আহসানুল ইসলাম টিটুকে দলের মনোনয়ন দেয়ার খবরে নাগরপুর-দেলদুয়ারের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিল করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ আসন থেকে ১৭ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আহসানুল ইসলাম টিটু ২০১৮ সালের মহান জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। তার পিতা মরহুম হাজী মকবুল হোসেন ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
দলীয় মনোনয়ন পেয়ে আহসানুল ইসলাম টিটু বলেন,আলহামদুলিল্লাহ। আমাকে তিন তিনবার দলীয় মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা। নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের দোয়া ও নৌকা মার্কায় ভোট চাই ।
তিনি দলের সব ইউনিটের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
(এসএম/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)