ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের অম্বিকাপুর রেল স্টেশন প্লাটফর্ম সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আহম্মদ শেখ (৮০)। তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের মামাতো ভাই লাল মিয়া বলেন, আহম্মদ শেখ দীর্ঘদিন ধরে আমার এখানে থাকতেন। তার স্ত্রী ও এক ছেলে থাকলেও কেউ তার খোঁজ নেয় না। তারা বাড়ি থেকে বেড় করে দিলে আমার বাড়িতে থেকে রিকশা চালাত। বয়সের কারণে এখন কানে শুনতে পান না, তাই ভিক্ষা করেই জীবনযাপন করেন। তিনি সকালে স্টেশনের প্লাটফর্মে পা ঝুলিয়ে বসে ছিলেন। কিন্তু ট্রেনের শব্দ শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর স্টেশন মাস্টার রত্না বৌদ্ধ বলেন, নিহতের ঘটনায় রাজবাড়ি রেল পুলিশকে অবগত করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
(ডিসি/এসপি/নভেম্বর ২০, ২০২৩)