শ্রীনগরে সুখেন ফাউন্ডেশনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাড়ী বিতরণ
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সুখেন ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে (মুন্সীগঞ্জ -০১) সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাড়ী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও দুই উপজেলার ২৮টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মধ্যে সুখেন ফাউন্ডেশন মোট দুই হাজার শাড়ী বিতরণ করে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের অনন্ত দেব মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশীল কুমার মোদক।
সভায় সভাপতিত্ব করেন সুখেন ফাউন্ডেশনের পরিচালক ও শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রঞ্জিত মল্লিক।
(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০২৩)