কবিত্ব

কবি তুমি কেমন কবি?
কিসের তোমার কষ্ট?
কোন রমনী সারাটা জীবন
করলো তোমার নষ্ট?

কষ্ট রং এর কালী দিয়ে
আঁকো যার ছবি-
সে এখন পরের বউ
তুমি হলে কবি।